রবীন্দ্রনাথ আজ ফেইসবুকে থাকলে

রবীন্দ্রনাথের ফেইসবুক পোস্টের নিচে আমরা যেরকম কমেন্ট দেখতে পেতাম:

-বরাবরের মত ভালো লিখেছেন গুরু!

-কিছু মনে করবেন না আগের মত ভালো হচ্ছে না।

-পাশে আছি গুরু!

-আচ্ছা, আপনার নাকি বৌদির সঙ্গে প্রেম ছিল?

-তা গুরু মোদি সেদিন যা বলল কই আপনি তো কিছু বললেন না! সব বুঝি আমরা!

-ফরিদপুরের ঘটনায় কবি নিরব কেন?

-আচ্ছা নজরুলের লেখা চুরি করে নোবেল পেয়েছেন কথাটা কি সত্যি?

-তা দাদাঠাকুর লালনের গানের খাতাটা ফেরত দিন এবার!

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন এটা কি সত্যি?

-আপনি মুসলমানদের নিয়ে কিছু লেখেন না কেন?

-নোয়াখালী বিভাগ চাই!

-খুব চাড্ডিদের খুশি করে লিখছেন! ভালো চালিয়ে যান!

-আপনার লেখায় মেহনতি মানুষের কথা নেই কেন?

-৩০০ টাকার এ্যানার্জি বাল্ব ১০০টাকায় আমরাই দিচ্ছি!

-হাহাহা আমাকে ব্লক করলেন কেন?

-পারলে সলিমুল্লাহ খানের কথা জবাব দিবেন ধন্যবাদ!

-ফিলিস্তিনদের নিয়ে তো কবিকে কিছু বলতে দেখি না!

…..



Leave a comment

About Me

সুষুপ্ত পাঠক aka Susupto Pathok is a blogger. He wrote anti-fundamentalist, anti-nationalist, anti-religious writings. Writes in favor of humanism, gender equality, non-communal society.

Newsletter

https://www.facebook.com/profile.php?id=100089104248214